Friday, June 13, 2025
বাড়িজাতীয়গয়া শহরের নতুন নামকরণ করছে বিহারের নীতীশ কুমারের সরকার।

গয়া শহরের নতুন নামকরণ করছে বিহারের নীতীশ কুমারের সরকার।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ মে : বদলে যাচ্ছে গয়া শহরের নাম! এ বার ওই শহরের নতুন নামকরণ করা হচ্ছে ‘গয়াজি’। শুক্রবার বিহারের নীতীশ কুমারের সরকার এই নামবদলে অনুমোদন দিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ শুক্রবার মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। বিহারের মন্ত্রিসভার সচিব (অতিরিক্ত মুখ্যসচিব) এস সিদ্ধার্থ জানিয়েছেন, গয়া শহরের ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর ভাবাবেগকেও এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বস্তুত, বিহারের ধর্মীয়স্থানগুলির মধ্যে অন্যতম হল গয়া। ভিন্‌ রাজ্য থেকেও বহু মানুষ পুণ্যলাভের আশায় গয়ায় আসেন। পূর্বপুরুষের উদ্দেশে ‘পিণ্ডদান’ করতেও বহু মানুষ গয়ায় যান প্রতি বছর। গয়া শহরে রয়েছে বিষ্ণুপদ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গয়ার ফল্গু নদীর তীরে থাকা এই মন্দিরে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও গয়া শহরটি অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। এই শহরেই রয়েছে বুদ্ধগয়া। কথিত আছে, সেখানে একটি বটগাছের নীচে বসেই বোধিলাভ করেছিলেন গৌতম বুদ্ধ। পাশাপাশি ঐতিহাসিক দিক থেকেও এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মগধ সাম্রাজ্যের অন্যতম প্রধান শহর ছিল এটি। ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে এই গুরুত্বগুলি বিবেচনা করে শহরের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির জোটসঙ্গী জেডিইউ সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য