Sunday, May 28, 2023
বাড়িবিশ্ব সংবাদদেড় কোটি ডলারে বিক্রি হল গাড়ির নম্বরপ্লেট

দেড় কোটি ডলারে বিক্রি হল গাড়ির নম্বরপ্লেট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ এপ্রিল: ‘পি–৭’ লেখা একটি নম্বরপ্লেট। ব্যবহার করা হবে গাড়িতে। তাঁর আগে নিলামে তোলা হয় প্লেটটি। আর তাতেই রেকর্ড হয়েছে। দেড় কোটি ডলারে বিক্রি হয়েছে নম্বরপ্লেটটি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় সেখানকার জুমেইরাহ এলাকায় অভিজাত ফোর সিজন রিসোর্টে আয়োজন করা হয় নিলাম। উদ্দেশ্য ছিল, গাড়িতে ব্যবহারের জন্য ‘সবচেয়ে অভিজাত নম্বরপ্লেট’ বিক্রি করা।এই নিলামে ‘পি–৭’ লেখা নম্বরপ্লেটটি রেকর্ড সাড়ে ৫ কোটি দিরহাম (স্থানীয় মুদ্রা) বা দেড় কোটি ডলারে বিক্রি হয়। দুবাইয়ের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ও সবচেয়ে অভিজাত নম্বরপ্লেট এটি।এর আগে ২০০৮ সালে আবুধাবিতে একটি নম্বরপ্লেট ৫ কোটি ২২ লাখ দিরহামে বিক্রি হয়েছিল। এতদিন এটাই ছিল সবচেয়ে বেশি দামে ‘অভিজাত’ নম্বরপ্লেট বিক্রির ঘটনা। এ ছাড়া গত বছর দুবাইয়ে ৩ কোটি ৫০ লাখ দিরহামে একটি নম্বরপ্লেট বিক্রি হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য