Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদ৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড

৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ এপ্রিল: নিজের মাথার চুল দিয়ে রেকর্ড ভাঙার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের এভিন দুগাস নামের ৪৭ বছর বয়সী এক নারী। এখন পর্যন্ত জন্মানো সবচেয়ে বড় আফ্রো (কোঁকড়া ও ঝোপ আকৃতির) চুলের অধিকারী এভিন নিজের করা প্রথমবারের গিনেস রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড গড়েছেন।লুইজিয়ানার বাসিন্দা এভিনের মাথার চুল ৯ দশমিক ৮৪ ইঞ্চি লম্বা, ১০ দশমিক ৪ ইঞ্চি চওড়া ও ৫ দশমিক ৪১ ফুট ব্যাস।গিনেস রেকর্ড বুকের তথ্য অনুযায়ী, এভিন ২০১০ সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন। সে সময় তাঁর আফ্রোর পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেন্টিমিটার)। এবার তিনি নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করলেন।এভিনের মাথার এই কোঁকড়া ও ঝাঁকড়া চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। মাথায় পুরো আফ্রোটি হতে সময় লেগেছে ২৪ বছর। তিনি বলেন, ‘চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক যতটা চেয়েছিলাম, সেভাবে আফ্রো করার চিন্তা করিনি। কারণ, আমি স্থায়ীভাবে চুল সোজা করার জন্য বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওই সব রাসায়নিক ক্যানসারের জন্য দায়ী, এ নিয়ে একটি বড় মামলাও চলছে। তাই আমি আনন্দিত যে সেসব অনেক বছর আগেই ছেড়ে এসেছি।’এভিন দুগাস আরও বলেন, ‘আমি হট অয়েল ট্রিটমেন্ট নিতে শুরু করি…বা শ্যাম্পু, কন্ডিশন ও স্টাইল করার আগে বাটার দিয়ে চুল তৈলাক্ত করে নিই। প্রতি সাত দিনেই এটা করা হয়। এ ছাড়া চুলের ডগায় এসব করার সময় সতর্ক থাকি। কারণ,  ডগাগুলো সবচেয়ে সূক্ষ্ম ও পুরোনো অংশ। আমি এমনভাবে স্টাইল করার চেষ্টা করেছি যাতে চুলের ডগা ঢেকে থাকে। এতে কাজ হয়েছে।’২০১০ সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন এএভিন বিভিন্ন স্টাইলে তাঁর আফ্রো সাজিয়ে রাখেন। তিনি বলেন, আমার আফ্রো সম্পর্কে মানুষের নানা প্রতিক্রিয়া রয়েছে। কেউ প্রশংসা করেন, কেউ শুধু তাকিয়ে থাকেন, কেউ উঠে এসে প্রশ্ন করেন আবার কেউ কেউ উঠে এসে চুলে একটু টান দেযন। তাঁদের আমি সামাল দেওয়া শিখে গেছি।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য