Thursday, October 10, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ এপ্রিল: যুক্তরাষ্ট্রের মিজৌরিতে টর্নেডোর তাণ্ডবে ছাদ উড়ে গিয়ে, গাছ ভেঙে পড়ে ও বৈদ্যুতিক লাইন ছিড়ে হওয়া ধ্বংসযজ্ঞের মধ্যে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার ভোররাতে অঙ্গরাজ্যটির দক্ষিণপূর্বাঞ্চলের মধ্য দিয়ে ঝড়টি বয়ে যায়, এত বলিঞ্জার কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ঝড় পর্যবেক্ষকদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় টর্নেডো আঘাত হানা শুরু করে।একাধিক সরকারি সংস্থার কর্মীরা গ্রামীণ এই এলাকাটির ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মিজৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন, এর পাশাপাশি ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে সেইন্ট লুয়িস শহর থেকে ১৭৭ কিলোমিটার দক্ষিণে গ্লেন অ্যালেন নামের এক গ্রামের ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ছবিগুলোতে ছাদ উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি, উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের পাশাপাশি রাস্তা ও বাড়ির সামনের উঠানগুলো আবর্জনায় ছেয়ে থাকতে দেখা গেছে।   মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলে বিশাল অঞ্চলজুড়ে আঘাত হানা প্রবল টর্নেডোতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছিল। এর এক সপ্তাহ আগে টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত মিসিসিপি ডেল্টার শহর রোলিং ফোর্কে ২৬ জনের মৃত্যু হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য