Wednesday, March 19, 2025
বাড়িবিশ্ব সংবাদআদালতে হাজির হতে নিউইয়র্কে অভিযুক্ত ট্রাম্প

আদালতে হাজির হতে নিউইয়র্কে অভিযুক্ত ট্রাম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ এপ্রিল: সাবেক এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য আদালতে উপস্থিত হতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান মনোনয়ন প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা ডনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে পৌঁছেছেন।গত বৃহস্পতিবার ম্যানহ্টনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে।সোমবার নিউ ইয়র্কে পৌঁছানো সাবেক এ প্রেসিডেন্ট মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) ম্যানহ্যাটনের আদালতে বিচারক জন মারচেনের সামনে হাজির হবেন। তার আগে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। বিচারকের সামনে হাজির হওয়ার আগে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতে পারে।বিচারকের সামনে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সাবেক বা বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্প (৭৬) হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। 

ম্যানহটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগের দপ্তর জানিয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে আর আদালতে হাজির না হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।তার আত্মসমর্পণ ঘিরে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে আশঙ্কায় পুলিশ একদিন আগে থেকেই ম্যানহ্যাটন আদালত ও এর আশেপাশের এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ধাতব ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প টাওয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণের সামনের রাস্তা।সোমবার রাতে ইয়াহু নিউজ জানিয়েছে, ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যাচার করার জন্য ট্রাম্প ৩৪টি অভিযোগের মুখোমুখি হতে পারেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটিই একটি অপরাধের চেয়ে কম গুরুতর বিবেচিত হয়নি বলে বিষয়টি সম্পর্কে জ্ঞাত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়াহু। ফ্লোরিডার বাড়ির কাছের ওয়েস্ট পাম বিচ থেকে ট্রাম্পের বিমান তাকে নিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর নিউ ইয়র্কের কুইন্সের লা গার্ডিয়া বিমানবন্দরে এসে নামে। নীল স্যুট ও লাল টাই পরা ট্রাম্প একাই বিমান থেকে নেমে একটি এসইউভিতে চড়ে ম্যানহ্যাটনের ট্রাম্প টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি গাড়িবহর তার এসইউভিকে অনুসরণ করে।ট্রাম্প টাওয়ারের সামনে নেমে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়লেও কোনো কথা না বলে হেঁটে ভেতরে চলে যান।   আদালতে হাজির হওয়ার সময় ভিডিও, ছবি তোলা বা রেডিও সম্প্রচারের বিরোধিতা করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য