Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটের প্রতিনিধিরা

ত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটের প্রতিনিধিরা

আগরতলা, ৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটে অংশগ্রহণকারী প্রতিনিধিরা। বিভিন্ন দেশ থেকে তাঁরা এসেছেন। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, হস্তশিল্প সকলের নজর কেড়েছে। দিনভর জি-২০ সামিটের আলোচনা শেষে এমনটাই জানালেন সায়েন্টিফিক-২০ চেয়ারম্যান আশুতোষ শর্মা।

গতকাল রবিবার জি-২০ সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ এবং অন্যান্য প্রতিনিধিরা ত্রিপুরায় এসেছেন। আগরতলা বিমান বন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তাঁদের স্বাগত জানাতে ত্রিপুরার শিল্পীরা দেশের বিভিন্ন রাজ্য এবং ত্রিপুরার সংস্কৃতি নাচের মধ্য দিয়ে তুলে ধরেছেন। শহর আগরতলা এক নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আলোকমালায় ঝলমল করছে পুরো শহর। স্বাভাবিকভাবেই ত্রিপুরা সরকারের আয়োজন যথেষ্ট প্রশংসনীয়, তা আজ আশুতোষ শর্মা বুঝিয়ে দিয়েছেন।


তাঁর কথায়, আগরতলা দেখে সকলেই ভীষণ মুগ্ধ। ত্রিপুরা, রাজ্যের মানুষ এবং সরকারের ব্যবস্থাপনা দারুন অভিজ্ঞতার সাক্ষী রেখেছে। তিনি বলেন, ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি এবং হস্তকারু শিল্প এতটাই আকর্ষণীয়, চোখে না দেখলে বিশ্বাস করা খুবই মুশকিল ছিল। তাঁর দাবি, অনেকেই ত্রিপুরার এই মন মুগ্ধকর পরিবেশ সম্পর্কে অবগত নন। ফলে, জি-২০ সামিট ত্রিপুরাকে নতুন করে জানতে বিরাট ভূমিকা নেবে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য