Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদনেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১, আহত ৩০

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১, আহত ৩০

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ এপ্রিল: নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন, এদের কারও কারও আঘাত গুরুতর।দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, মঙ্গলবার দুপুররাতে অন্তত ৫০ জন যাত্রী বহনকারী ট্রেনটি রেললাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। দ্য হেগ শহরের কাছে ফোর্সহলটে গ্রামের দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জরুরি পরিষেবা জানিয়েছে।

বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে দ্য হেগের দিকে যাওয়ার হওয়ার সময় এ দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের ক্ষেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের বগিতে আগুন ধরে যায়, তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছিল বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল।ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এই দুর্ঘটনায় একট মালবাহী ট্রেনও যুক্ত আছে কিন্তু তিনি বিস্তারিত আর কিছু জানাননি। এই ট্রেন দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি।এক টুইটে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও দ্যা হেগের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য