স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে :অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্ক কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান সান্তনু পাল বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস অর্থাৎ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবসকে সামনে রেখে ২১মে থেকে ২২ শে মে দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
২১ শে মে বিকালে সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তাঁর আত্মজীবনীর উপর আলোচনা হবে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মশাল মিছিল সংঘটিত করা হবে। ২২ শে মে অনুষ্ঠিত হবে তাদের রাজ্য সম্মেলন।