Monday, March 17, 2025
বাড়িবিশ্ব সংবাদস্টারবাকসে দায়িত্ব নিলেন ভারতীয় লক্ষ্মণ

স্টারবাকসে দায়িত্ব নিলেন ভারতীয় লক্ষ্মণ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২১ মার্চ: বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনবিসির।বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের অন্তত সপ্তাহ দুয়েক আগেই সিইওর দায়িত্ব নিয়েছেন লক্ষ্মণ। চলতি সপ্তাহে স্টারবাকসের শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠকে নেতৃত্ব দেবেন তিনি। লক্ষ্মণ স্টারবাকসের সিইও পদে হাওয়ার্ড শুল্টজের স্থলাভিষিক্ত হচ্ছেন।গত বছরের সেপ্টেম্বরে স্টারবাকসের পরবর্তী সিইও হিসেবে লক্ষ্মণ নরসিমহানের নাম ঘোষণা করা হয়েছিল। আগামী ১ এপ্রিল তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল। কফি চেইনটির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে লক্ষ্মণ স্টারবাকসের ব্যবসার ধরন ও পরিধি নিয়ে পড়াশোনা করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন।৫৫ বছর বয়সী লক্ষ্মণ এর আগে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজারে কাজ করেছেন। করোনা মহামারির সময় তিনি এ সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড পরিচালনা-পরামর্শের প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা আছে লক্ষ্মণের।

স্টারবাকসের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রের সিয়াটলে পাড়ি জমিয়েছেন।গত সেপ্টেম্বরে প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্মণ যদি তাঁর লক্ষ্য পূরণ করতে পারেন, তাহলে স্টারবাকস থেকে তিনি বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৭ কোটি টাকা বেতন পাবেন। নতুন কর্মস্থলে তাঁর এই বেতন আগের কর্মস্থলের চেয়ে প্রায় তিন গুণ বেশি।লক্ষ্মণ নরসিমহানের জন্ম ভারতে, ১৯৬৭ সালের ১৫ এপ্রিল। মহারাষ্ট্রের পুনের পুনে কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের দ্য লডার ইনস্টিটিউট থেকে জার্মান এবং আন্তর্জাতিক অধ্যয়ন নিয়ে পড়াশোনা করেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের দ্য ওয়ার্টন স্কুল থেকে ফিন্যান্সে এমবিএ করেছেন।ম্যাককিন্সিতে কর্মজীবন শুরু লক্ষ্মণের। প্রায় ১৯ বছর তিনি এ সংস্থায় ছিলেন। ২০১২ সালে সংস্থাটি ছাড়ার আগে তিনি ম্যাককিন্সির দিল্লির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে লক্ষ্মণ পেপসিকোয় যোগ দেন। তিনি পেপসিকোর লাতিন আমেরিকা, ইউরোপ, সাব-সারাহান আফ্রিকার অপারেশন সিইও হিসেবে কাজ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য