Sunday, March 16, 2025
বাড়িবিশ্ব সংবাদতৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ মার্চ: নজির ভেঙে টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। পদটি অনেকটা আনুষ্ঠানিক হলেও ইতোমধ্যেই মাও জেদংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শি।শুক্রবার চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর প্রায় তিন হাজার সদস্যের সবাই ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ প্রেসিডেন্ট নির্বাচনে শি-র (৬৯) পক্ষে ভোট দেন; তবে তার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না।  ভোটাভুটিতে প্রায় আধ ঘণ্টা সময় লাগে এবং ভোট গণনা করতে লাগে আরও প্রায় ১৫ মিনিট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি শি পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদের জন্য দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিতও হন।পার্লামেন্ট চাও লেজিকে পার্লামেন্টের নতুন চেয়ারম্যান এবং হান চেংকে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। উভয় নেতাই চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছিলেন।চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক শি ২০১৩ থেকে চীনের প্রেসিডেন্ট পদে আসীন আছেন। ফের পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার কথা রয়েছে। মাওয়ের পর শি চীনের দ্বিতীয় নেতা যিনি টানা তৃতীয় মেয়াদে সিসিপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য