Thursday, May 22, 2025
বাড়িবিশ্ব সংবাদমাস্ক, পুতিন, বরিসকে বিতর্কিত ব্যক্তিত্ব বলছে চ্যাটজিপিটি

মাস্ক, পুতিন, বরিসকে বিতর্কিত ব্যক্তিত্ব বলছে চ্যাটজিপিটি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: টুইটারের প্রধান ইলন মাস্ককে ‘বিতর্কিত বিলিয়নিয়ার’ বলে ইঙ্গিত দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘চ্যাটজিপিটি’। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিম কার্ডাশিয়ানের সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টসহ আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব।টেসলার প্রধান নির্বাহী অবশ্য আলোচিত এই কৃত্রিম বুদ্ধিমত্তার তালিকা নিয়ে চুপ থাকেননি। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।চ্যাটজিপিটির এই ‘বিতর্কিত’ ব্যক্তিদের তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন রাজনীতিক আইজ্যাক ল্যাটারেল। এ তালিকায় অনেক বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটি রয়েছেন।আলোচিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মার্কিন অভিনেত্রী, উদ্যোক্তা ও সমাজসেবী কিম কার্ডাশিয়ানকে বিতর্কিত ব্যক্তিত্ব বলে চিহ্নিত করেছে। তবে মজার বিষয় হচ্ছে, চ্যাটজিপিটি আবার বলেছে, সমাজের প্রতিষ্ঠিত এসব ব্যক্তির সঙ্গে ‘বিশেষ আদব-কায়দায়’ আচরণ করতে হবে।

আইজ্যাক ল্যাটারেল টুইটে উল্লেখ করেন, ‘চ্যাটজিপিটি ট্রাম্প, ইলন মাস্ককে বিতর্কিত ব্যক্তিত্ব বলছে। আবার বলছে, তাঁরা বিশেষ মর্যাদা পাওয়ার মতো ব্যক্তি। বাইডেন বা জেফ বেজোস সে রকম ব্যক্তিত্ব নন। আমার কাছে আরও উদাহরণ আছে।’ল্যাটারেলের এই টুইটের প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছেন—চ্যাটজিপিটি নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বিল গেটস ও অপরাহ উইনফ্রেকে বিতর্কিত ব্যক্তিত্ব নন বলে চিহ্নিত করেছে।অনেক টুইটার ব্যবহারকারী বলছেন, গণমাধ্যমে চ্যাটজিপিটির প্রচার বাড়াতে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে এই তালিকা বানানো হয়েছে।ওপেনআইয়ের চ্যাটজিপিটি গত বছরের নভেম্বরে চালুর পর ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনায় এসেছে। সমন্বিত ভাষার এই চ্যাটবট বিভিন্ন ধরনের অনুরোধ বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। অ্যাসাইনমেন্ট ও ই–মেইল লেখার কাজ থেকে শুরু করে যেকোনো ধরনের অনুরোধে কাজ করতে পারে এই চ্যাটবট। এটি আমাদের প্রযুক্তির নতুন যুগে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!