Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদনিউজিল্যান্ডে বিদ্যুৎহীন হাজারো মানুষ

নিউজিল্যান্ডে বিদ্যুৎহীন হাজারো মানুষ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৩ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় ৪৬ হাজার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অন্ধকারে সময় কাটাতে হচ্ছে ওই অঞ্চলের হাজারো মানুষকে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে দেশটিতে এই পরিস্থিতি দেখা দিয়েছে।ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে ভারী বৃষ্টি ও বাতাস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ কারণে শত শত উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নর্থ আইল্যান্ডের পাশে অবস্থান করছে। এ জন্য কিছু জায়গায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজিল্যান্ডের আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান মেটসার্ভিসের তথ্য অনুযায়ী, অকল্যান্ডের উত্তরাঞ্চলে ওয়াংগারেই শহরে গত ১২ ঘণ্টায় ১০০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি ব্যবস্থাপনা–বিষয়ক মন্ত্রী কিরেন ম্যাকঅ্যানুলটি বলেন, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে সরকার দেশজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করার চিন্তাভাবনা করছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এর আগে মাত্র দুবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।কিরেন আরও জানান, যেসব এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিকূল আবহাওয়ার কারণে সেসব এলাকায় মেরামত কাজ করা ‘অনিরাপদ’ হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ সরবরাহের গ্রিড মেরামত করে পুনরায় চালু করতে কয়েক দিন সময় লাগতে পারে।এদিকে রাজধানী অকল্যান্ডসহ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকার মানুষদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ত্রাণ।ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৭৩ লাখ ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য