Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদপারমাণবিক ক্ষেপণাস্ত্রের বৃহত্তম প্রদর্শনী উত্তর কোরিয়ার

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বৃহত্তম প্রদর্শনী উত্তর কোরিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯ ফেব্রুয়ারি: উত্তর কোরিয়া এক রাত্রিকালীন কুচকাওয়াজে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা তুলে ধরতে সবচেয়ে বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে।এসব অস্ত্রের মধ্যে একটি ‘সলিড-ফুয়েল’ আইসিবিএম ছিল বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ-র প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার এই রাত্রিকালীন সামরিক কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন তার কন্যাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কেসিএনএ বলেছে, আসিবিএমগুলো উত্তর কোরিয়ার ‘সর্বশ্রেষ্ঠ’ পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শন করেছে। কুচকাওয়াজে কৌশলগত পারমাণবিক ইউনিটগুলোও ছিল বলে জানিয়েছে তারা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে প্রায় ১১টি হাসোং-১৭ ক্ষেপণাস্ত্র ছিল, যা উত্তর কোরিয়ার বৃহত্তম আইসিবিএম। এই আইসিবিএমগুলোর পাল্লা পারমাণবিক ওয়ারহেডসহ বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানার মতো বলে ধারণা করা হয়। গত বছর হাসোং-১৭ প্রথম পরীক্ষা করা হয়েছিল।এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি ইনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিতা পান্ডে টুইটারে বলেছেন, “উত্তর কোরিয়ার কুচকাওয়াজগুলোতে আমরা আগে যা দেখেছি তার তুলনায় ক্রমবর্ধমানভাবে আইসিবিএম লঞ্চার বাড়ছে।”   এ ধরনের সবগুলো আইসিবিএম একাধিক ওয়ারহেডে সজ্জিত থাকলে সেগুলো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য