Wednesday, June 19, 2024
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচারে গুলি, নিহত ৮

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচারে গুলি, নিহত ৮

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত তিনজন। গতকাল রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ) এই গুলির ঘটনা ঘটে। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।পুলিশের বিবৃতিতে বলা হয়, গেবেখায় একটি বাড়ির মালিক তাঁর জন্মদিন উদ্‌যাপনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে একদল অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালে দুজন অজ্ঞাতনামা বন্দুকধারী বাড়ির আঙিনায় প্রবেশ করেন। তাঁরা অতিথিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন।পুলিশ বলেছে, গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিক রয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর।গুলির ঘটনাটি পুলিশ তদন্ত করছে। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছে।দক্ষিণ আফ্রিকায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য