Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদরুশ সেনাদের দাড়ি রাখার নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ কাদিরভ

রুশ সেনাদের দাড়ি রাখার নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ কাদিরভ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১জানুয়ারি:চেচেন নেতা রমজান কাদিরভ রুশ সেনাদের দাড়ি রাখা নিষিদ্ধ করে জারি থাকা একটি বিধির সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে এ নিয়ে ক্ষোভ জানান তিনি। খবর রয়টার্সেরগত বুধবার আরবিসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং পার্লামেন্ট সদস্য ভিক্তর সোবোলেভ দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেন। তিনি বলেন, দাড়ি, ব্যক্তিগত স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাটি সামরিক শৃঙ্খলার অত্যাবশ্যকীয় অংশ।

বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে সোবোলেভের মন্তব্যের সমালোচনা করেন কাদিরভ। তিনি লিখেছেন, আপাতদৃষ্টে মনে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিক্তর সোবেলেভের হাতে অফুরন্ত অবসর সময় আছে। কাজ না পেয়ে তিনি নতুন করে সামরিক আচরণবিধিগুলো নিয়ে পড়াশোনা করছেন।সোবোলেভের মন্তব্যকে স্পষ্ট উসকানি বলে উল্লেখ করেছেন কাদিরভ। তিনি বলেন, বেশির ভাগ মুসলিম সেনা ধর্মীয় বিধি মেনে দাড়ি রাখেন।এর আগে রুশ ভাড়াটে সেনা দল ‘ওয়াগনার গ্রুপ’-এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনও সোবোলেভের মন্তব্যের সমালোচনা করেছেন। ১৯৬০-এর দশকের পর মন্তব্যটিকে সবচেয়ে অযৌক্তিক ও সেকেলে বলে উল্লেখ করেছেন তিনি।কাদিরভ এবং প্রিগোজিনের বাহিনী আলাদা করে ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করছে। তবে শরতে রুশ সেনাদের পরাজয়ের পর থেকে তাঁরা দুজনই রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সরব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য