Thursday, March 28, 2024
বাড়িবিশ্ব সংবাদমাঝ সাগরে টমেটো কেচাপ খেয়ে ২৪ দিন বেঁচে ছিলেন তিনি

মাঝ সাগরে টমেটো কেচাপ খেয়ে ২৪ দিন বেঁচে ছিলেন তিনি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১জানুয়ারি:২৪ দিন ধরে ক্যারিবীয় সাগরে নৌকায় ভেসে ছিলেন দ্বীপরাষ্ট্র ডমিনিকার নাগরিক এলভিস ফ্রাঙ্কোইস। সঙ্গে ভারী কোনো খাবার ছিল না। কেচাপের মতো হালকা খাবার খেয়েই টিকে ছিলেন তিনি। নৌকার পালে লিখে রেখেছিলেন—‘সাহায্য করুন।’ ওই এলাকা দিয়ে চলাচলকারী একটি উড়োজাহাজে থাকা মানুষদের দৃষ্টিতে আসে লেখাটি। পরে কলম্বিয়ার পুয়ের্তো বোল উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বের সাগর এলাকা থেকে ৪৭ বছর বয়সী এলভিস ফ্রাঙ্কোইসকে উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার কলম্বিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাতে সিএনএন এমন তথ্য জানিয়েছে।কলম্বিয়ান সেনাবাহিনী ফ্রাঙ্কোইসের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি তাঁর সে দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো খাবার ছিল না। নৌকায় শুধু এক বোতল কেচাপ, রসুন গুঁড়া এবং ম্যাগি (স্টক কিউব) ছিল। আমি কিছু পানির সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েছিলাম।’

ফ্রাঙ্কোইস বলেন, ডিসেম্বরে সেন্ট মার্টিন দ্বীপের নেদারল্যান্ডস অংশের কাছে নৌকার মেরামত কাজ করছিলেন তিনি। হঠাৎই বৈরী আবহাওয়ার কবলে পড়েন। নৌকাটি তখন সাগরে ভেসে যায়।ফ্রাঙ্কোইস বলেছেন, নৌ পরিচালনাসংক্রান্ত বিষয়ে তাঁর জ্ঞান কম থাকায় তিনি নৌকাটি তীরে ফিরিয়ে নিতে পারেননি। সাগরে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি।ফ্রাঙ্কোইস বলেন, ‘কোথাও নামার জায়গা ছিল না, কথা বলার কেউ ছিল না। এভাবে ২৪টা দিন কেটেছে। কী করতে হবে, তা বুঝতে পারছিলাম না। আপনাদের সাহায্য কীভাবে পাব, তা জানা ছিল না। কঠিন সময় ছিল এটি। একপর্যায়ে আমি আশা হারিয়ে ফেললাম। পরিবারের কথা মনে পড়ছিল।’কলম্বিয়ার কর্মকর্তারা বলেছেন, উদ্ধার হওয়ার পর ফ্রাঙ্কোইসকে বন্দর শহর কার্টাজেনাতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য