Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনে হানা দিলে রাশিয়াকে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে: বাইডেন

ইউক্রেইনে হানা দিলে রাশিয়াকে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে: বাইডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়ে দিয়েছেন ইউক্রেইনে আক্রমণ করলে রাশিয়াকে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

তিনি জানান, রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে ইউক্রেইনে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনা ‘কখনোই বিবেচনা করা হয়নি’, তবে রাশিয়ার সীমান্তবর্তী নেটোভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও নেটোকে সেখানে আরও সৈন্য পাঠাতে হতে পারে।

“আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে স্পষ্ট করে বলেছি, যদি তিনি ইউক্রেইনের দিকে আগান, তবে তার অর্থনীতির জন্য পরিণতি হবে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক,” শুক্রবার যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রাণঘাতী টর্নেডো নিয়ে মন্তব্য করার পর তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনে দুই ঘণ্টা আলাপ করা বাইডেন জানান, তিনি ইউক্রেইনে হঠাৎ কোনো আক্রমণ বা হামলার ঘটনা ঘটলে বিশ্বে রাশিয়ার অবস্থানের ‘সুস্পষ্টরূপে’ পরিবর্তন হবে বলেও রুশ প্রেসিডেন্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।শনিবার যুক্তরাজ্যের লিভারপুলে বৈঠক শেষে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও ইউক্রেইনে আক্রমণ হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন; মস্কোকে আলোচনার টেবিলে ফিরতেও তাগাদা দিয়েছেন তারা।

সোমবার জি৭ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক নানান উদ্বেগ নিয়ে বৈঠকে বসবেন, সেখানেও ইউক্রেইনে রাশিয়া হামলা চালালে মস্কোর ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গও উঠবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাশিয়া বড় ধরনের সামরিক অভিযান চালানোর চিন্তা থেকেই সীমান্তে লাখো সৈন্য জড়ো করছে বলে অভিযোগ ইউক্রেইনের।

তবে মস্কো বলেছে, ইউক্রেইনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের বিরুদ্ধে ‘অস্থিতিশীল আচরণ’ করার অভিযোগ করছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য