Wednesday, January 22, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৬৩: রাশিয়া

যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৬৩: রাশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক ,৩জানুয়ারি: রাশিয়া বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত মাকিভকা এলাকায় অস্থায়ী একটি সেনাঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর গত শনিবারের হামলায় ৬৩ সেনা নিহত হয়েছেন। ওই হামলায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। খবর এএফপির।ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ এর আগে বলেছে, ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন।রুশ মন্ত্রণালয় বলেছে, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট–ব্যবস্থা ব্যবহার করেছে ইউক্রেন। অস্থায়ী একটি সেনাশিবিরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
নতুন বছরের প্রাক্কালে এ ঘটনাকে বড় ধরনের ক্ষতি বলে মনে করছে রাশিয়া।
কিয়েভও হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, নববর্ষের আগের সন্ধ্যায় (৩১ ডিসেম্বর) মাকিভকাতে এ হামলা হয়েছে।গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রাণহানির এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে মস্কো এ পর্যন্ত তাদের প্রাণহানির যেসব সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই এক হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।গতকাল রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, তাদের বাহিনীই মাকিভকায় হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘শত্রুপক্ষের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের ১০টির মতো ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।তবে মাকিভকাতে ঠিক কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা এখনো জেনারেল স্টাফ নিশ্চিত করেননি। জেনারেল স্টাফ বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২৩ সালের শুরু থেকে দেশটির বাহিনী ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে এ সংখ্যা বাড়তে পারে।গতকাল সন্ধ্যায় খারকিভ অঞ্চলের প্রধান ওলেগ সিনেগুবোভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আশপাশের অঞ্চলে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য