Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদমাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, ভবিষ্যদ্বাণী মেদভেদেভের

মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, ভবিষ্যদ্বাণী মেদভেদেভের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ডিসেম্বর: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০২৩ সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর ভবিষ্যদ্বাণী হলো, আগামী বছর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ শেষে টুইটারের মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। খবর রয়টার্সের।২০২৩ সাল নিয়ে মেদভেদেভ গতকাল মঙ্গলবার তাঁর ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এই ভবিষ্যদ্বাণী করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তখন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পুতিন প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরে তিনি আবার প্রেসিডেন্ট হন।মেদভেদেভ বলেন, নববর্ষের প্রাক্কালে সবাই ভবিষ্যদ্বাণী করেন। তাই ২০২৩ সাল নিয়ে তিনিও ভবিষ্যদ্বাণী করছেন।মেদভেদেভের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে, আগামী বছর তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১৫০ ডলার হবে। গ্যাসের দামও বাড়বে।যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেবে বলে ভবিষ্যদ্বাণী মেদভেদেভের। আর যুক্তরাজ্যের ফিরে আসার পর ইইউ ভেঙে যাবে।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণী, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ হবে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে। গৃহযুদ্ধ শেষে টেসলাপ্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।মেদভেদেভের এই ভবিষ্যদ্বাণীতে প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক। পাল্টা টুইটে তিনি লিখেছেন: ‘এপিক থ্রেড!!’ তবে মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনাও করেছেন তিনি।অবশ্য মেদভেদেভ অতীতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মাস্কের দেওয়া শান্তি প্রস্তাবের প্রশংসা করেছিলেন। এই শান্তি প্রস্তাবে রাশিয়ার কাছে ইউক্রনকে ভূমি ছেড়ে দিতে বলেছিলেন মাস্ক। এ প্রস্তাব দিয়ে তিনি ইউক্রেনের দিক থেকে তীব্রভাবে সমালোচিত হন। এদিকে, মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্লাদিমির পাস্তুখোভ মনে করেন, মেদভেদেভের এসব ভবিষ্যদ্বাণী রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা অর্জন করবে। মেদভেদেভের পোস্টগুলোর অন্তত একজন হলেও পাঠক আছেন। এগুলো একজনের কাছ থেকে হলেও প্রশংসা পাবে। আর তিনি হলেন পুতিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য