স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ডিসেম্বর: ১৯ বছর কারাবাসের পর ছাড়া পাচ্ছেন কুখ্যাত ফরাসি ‘ক্রমিক খুনি’ চার্লস শোভরাজ। তিনি নেপালের কারাগারে আছেন। গতকাল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে নিজ দেশে পাঠাতে হবে।
১৯৭৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই বিদেশি পর্যটককে খুনের অভিযোগে ১৯ বছরের সাজা হয় শোভরাজের। তাঁরা হলেন—আমেরিকার কোনি জো ব্রোনজিক ও তাঁর বন্ধু লরেন্ট ক্যারিরি।