Friday, January 17, 2025
বাড়িরাজ্যদক্ষিণ জেলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস

দক্ষিণ জেলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : দক্ষিণ জেলার আইন-শৃঙ্খলা অবনতির পরিস্থিতি নিয়ে  ক্ষোভ প্রকাশ করলেন জেলার কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি । বৃহস্পতিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের সুশাসনের দাবিকে কটাক্ষ করে তিনি বলেন রাজ্যের মহিলা সহ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে।

 জেলা সভাপতি আরো বলেন বিশেষ করে নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ, খুন অপহরণ একের পর এক ঘটনা ঘটছে দক্ষিণ জেলায়। সরকারের এ বিষয়ে কোনো হেলদোল নেই। । রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান তিনি। আরো বলেন দুদিন আগে বিলোনিয়ায় কলেজ ছাত্রীর ধর্ষণ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নি। বিজেপি ছাত্র সংগঠনের সমর্থক ধর্ষণকারীকে বাঁচাতে এস সি মোর্চার দক্ষিণ জেলার এক নেতা মাঠে নেমেছে বলে অভিযোগ তুলেন। এদিকে বেশ কয়েক মাস আগে বিলোনিয়া গিরিধারী পল্লী এলাকা থেকে মমতা গন চৌধুরী নামে ষাট ঊর্ধ্ব এক মহিলার হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনারও পুলিশ এখনো পর্যন্ত কোন কিনারা করতে পারেনি। এর আগে যশ মুড়ায় উদ্ধার হওয়া কঙ্কাল বিষয়ে এখনো কোনো সনাক্তকরণ হয়নি।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে। এদিন নেতৃবৃন্দরা সাংবাদিক সম্মেলন শেষে বিলোনিয়া মহিলা থানায় এসে বিষয়গুলির প্রসঙ্গে কথা বলেন। ধর্ষণ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার সহ নারী নির্যাতন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দাবি জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস দলের রাজ্য নির্বাচন কমিটির সদস্য দিলীপ চৌধুরী, দক্ষিণ জেলা যুব কংগ্রেস সভাপতি অজয় দাস, ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য