Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদবাইডেনকে ইউক্রেনের সামরিক পদক দিলেন জেলেনস্কি

বাইডেনকে ইউক্রেনের সামরিক পদক দিলেন জেলেনস্কি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ডিসেম্বর: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনের একটি সামরিক পদক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।গতকাল বুধবার জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন।বৈঠকে বাইডেনকে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আপনাকে ধন্যবাদ।’ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে আসতে পারাটা অনেক সম্মানের।’হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেনের হাতে ইউক্রেনের একটি সামরিক পদক তুলে দেন জেলেনস্কি।জেলেনস্কি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেওয়া হয়েছিল। তিনি তাঁর পদকটি বাইডেনকে দিয়েছেন।পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আগেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য তিনি বাইডেন, মার্কিন কংগ্রেস ও দেশটির সাধারণ মানুষের প্রশংসা করেন।জেলেনস্কিকে বাইডেন বলেন, ‘আপনি বছরের সেরা মানুষ।’গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রুশ হামলা শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন জেলেনস্কি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য