স্যন্দন ডিজিটেল ডেস্ক ,১৫ ডিসেম্বর: যুক্তরাজ্য থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে চীন। ইতোমধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন এক কূটনীতিকসহ ছয় চীনা কর্মকর্তা যুক্তরাজ্য ছেড়েছে। ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের সামনে দুই মাস আগে বিক্ষোভে সহিংসতার পর চীন এ পদক্ষেপ নিল।বিবিসি জানায়, গত ১৬ অক্টোবর বিক্ষোভকালে হংকংয়ের বব চ্যান নামের গণতন্ত্রপন্থি এক বিক্ষোভকারীকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি চীনা কনস্যুলেটের ভেতরে টেনে নিয়ে গিয়ে মারধর করে।পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির অধিকার ত্যাগ করে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।এই অনুরোধে সাড়া দেওয়ার জন্য চীনা কূটনীতিকদেরকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করে এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছেন।চীনে ফিরে যাওয়া ছয়জন কূটনীতিকের দলে রয়েছেন ম্যানচেস্টার কনস্যুলেটের প্রধান কর্মকর্তা কনসাল জেনারেল ঊর্ধ্বতন কূটনীতিক ঝেং শিউয়ান। তবে তিনি কোনও বিক্ষোভকারীকে মারধর করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।ব্রিটিশ পররাষট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বুধবার চীনা কূটনীতিকদের দেশে ফেরার বিষয়টি ঘোষণা করেন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই ছয়জনের কেউই এখন বিচারের মুখোমুখি হবেন না।অনেকে চীনের কূটনীতিক সরিয়ে নেওয়াকে বিরোধ নিরসন এবং যুক্তরাজ্যের সঙ্গে পাল্টাপাল্টি কিছু হওয়া এড়ানোর চেষ্টা বলে মনে করছেন। তবে লন্ডনের চীনা দূতাবাস বুধবার বলেছে, তাদের স্টাফকে রক্ষা করতে যুক্তরাজ্য ব্যর্থ হয়েছে।