স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১ ডিসেম্বর: এডুয়ার্দি সোকোলাকিয়ান নামের একজন শিল্পী তাঁর অনন্য প্রতিভা দিয়ে নেটিজেনদের মুগ্ধ করে চলেছেন। খবর এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।এডুয়ার্দি কাগজ, মেডিকেল ফেস মাস্ক ও কাঁচি ব্যবহার করে বিখ্যাত ব্যক্তিদের মুখাকৃতি বানিয়ে তার ভিডিও-ছবি প্রায়ই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। কাতার বিশ্বকাপ ফুটবল চলার মধ্যে তিনি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের এমন একটি মুখাকৃতি বানানোর ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি ভাইরাল হয়েছে।টাইম-ল্যাপস ভিডিওটিতে এডুয়ার্দিকে মুখে ব্যবহার করার মেডিকেল মাস্ক কাঁচি দিয়ে কেটে তাতে নেইমারের মুখাকৃতি ফুটিয়ে তুলতে দেখা যায়।ভিডিওটির ক্যাপশন লেখা হয়েছে, নেইমার জুনিয়রের কাট পোর্ট্রেট। ভিডিওটি লাখো দর্শক দেখেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই শিল্পীর প্রতিভা দেখে বিস্ময় প্রকাশ করছেন। একজন লিখেছেন, সব শিল্পের মধ্যে এটাই সেরা।আরেকজন লিখেছেন, শিল্পের জন্য দুর্দান্ত ক্যানভাস।আরেক ব্যবহারকারীর মন্তব্য, এটা কীভাবে সম্ভব? চমৎকার কাজ।এডুয়ার্দি আগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, মাইকেল জ্যাকসনসহ অনেক বিখ্যাত ব্যক্তির মুখাকৃতি এভাবে ফুটিয়ে তুলেছেন।
কাঁচি দিয়ে মাস্কে নেইমারের মুখাকৃতি, ভিডিও ভাইরাল
সম্পরকিত প্রবন্ধ