স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা,১ নভেম্বর: ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে নরওয়ে তাদের সামরিক বাহিনীকে মঙ্গলবার থেকে আরও বেশি সতর্কাবস্থায় রাখার পদক্ষেপ নিচ্ছে।সোমবার দেশটির সরকার আরও সেনা কর্মকর্তাকে সক্রিয় দায়িত্বে নিয়োজিত করা এবং র্যাপিড মোবিলাইজেশন ফোর্সের ভূমিকা বাড়ানোর মধ্য দিয়ে প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে।তাছাড়া, নিয়মিত অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি সামবেরিন-অনুসন্ধানী টহল বিমানের নতুন নৌ-বহর খুব দ্রুতই পাওয়ার চেষ্টা চলবে বলে জানিয়েছেন নরওয়ের প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন।সতর্কতার কোন মাত্রায় সামরিক বাহিনী এমন প্রস্তুতি নেয় সেটি গোপনীয় বিষয়। নরওয়ে সরকারও সামরিক বাহিনীর সতর্কতার মাত্রা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।ক্রিস্টোফারসন বলেছেন, নরওয়ের সামরিক প্রস্তুতি জোরদারের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ মুহূর্তে বাস্তবিক কোনও হুমকি নেই। কিন্তু ‘অনিশ্চয়তার ঘেরাটোপ’ কর্তৃপক্ষকে দেশের সামরিক প্রস্তুতি বাড়ানোর পথে ঠেলে দিচ্ছে।এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ইউক্রেইনে (যুদ্ধ) পরিস্থিতি বাড়তে দেখছি। আমরা ইউক্রেইনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছি। রাশিয়ার সেনা সমাবেশের কারণে ইউক্রেইন যুদ্ধের চিত্র বদলে গেছে।”“একই সময়ে আমাদের বাল্টিক সাগরের নিচে গ্যাস বিস্ফোরণ হয়েছে এবং নর্থ সি প্ল্যাটফর্মে ড্রোনের তৎপরতা দেখা গেছে।” বাড়তি সামরিক সতর্কতা এক বছর কিংবা হয়ত আরও বেশি সময়ও থাকতে পারে, বলেন ক্রিসটোফারসন।