Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদএমনকি নানরাও এখন পর্ন দেখছে, সতর্ক করলেন পোপ

এমনকি নানরাও এখন পর্ন দেখছে, সতর্ক করলেন পোপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৭ অক্টোবর: অনলাইনে পর্নোগ্রাফি দেখার ভয়াবহতা সম্পর্কে ধর্মযাজক ও সন্ন্যাসীদের সতর্ক করে পোপ ফ্রান্সিস বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে ‘দুর্বল’ করে দেয়।বিবিসি জানিয়েছে, তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও স্যোশাল মিডিয়াকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়- ভ্যাটিকানে আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল পোপকে।জবাবে ৮৬ বয়সী পোপ বলেন, “পর্নোগ্রাফি, এটা এমন এক পাপ যা অনেক মানুষই… এমনকি প্রিস্ট আর নানরাও। শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে।”সোশাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি তাহলে কীভাবে ব্যবহার করা উচিৎ? জবাবে পোপ বলেন, এগুলোও ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না।“যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়।”পোপের পরামর্শ, ‍“মোবাইলে পর্ন থাকলে তা ডিলিট করে দিন, যাতে আপনার হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে।”চার্চের শিক্ষা অনুযায়ী, পর্নোগ্রাফি হল পবিত্রতা বা শুদ্ধতার লঙ্ঘন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য