স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৭ অক্টোবর: ইউক্রেইনের বিরুদ্ধে ডার্টি বোমার অভিযোগ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। শত্রুর পারমাণবিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে এ মহড়া মূলত তারই অনুশীলন।বুধবার রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনী ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’ মহড়া চালিয়েছে। আর মস্কোয় নিয়ন্ত্রণকক্ষে বসে ভিডিও লিংকের মাধ্যমে তা দেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বার্ষিক এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা ছাড়াও স্ট্র্যাটেজিক বোম্বার এবং পারমাণবিক সাবমেরিন ব্যবহার করা হয়েছে। মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘গ্রোম’ বা ‘থান্ডার’, শক্তিমত্তা জাহির করে শত্রুপক্ষকে আতঙ্কিত করতেই এই অনুশীলন।আইআরএ বার্তা সংস্থা পুতিনের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিশ্বে এবং এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা খুবই বেশি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে রাশিয়ার টিভিতে বলতে দেখা গেছে, “মহড়ার লক্ষ্য হচ্ছে, শত্রুর পারমাণবিক হামলার প্রতিশোধ নিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে বড় ধরনের পারমাণবিক হামলা চালানোর অনুশীলন করা।”গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর এই প্রথম ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’-এর মহড়া হল। এর আগে জল ও স্থলভাগ থেকে পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল রুশ সেনারা।ক্রেমলিন বুধবার জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তাছাড়া, ব্যারেন্টস সি থেকে রাশিয়ার কামচাটকা প্রদেশের প্রত্যন্ত কুরা পরীক্ষাস্থলে ছোড়া হয় একটি সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হেনেছে।রাশিয়ার টিভিতে দেখা যায়, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও ফিড দেখানো হচ্ছে। আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর এক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে পুতিনের দেওয়া বক্তব্যের একটি ফুটেজও টিভিতে সম্প্রচার করা হয়।
ওই সম্মেলনে পুতিন আরও জোর দিয়ে ইউক্রেইনের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন।পশ্চিমা সামরিক জোট নেটো সম্প্রতি উত্তর-পশ্চিম ইউরোপে ‘স্টিডফাস্ট নুন’ নামে তাদের নিজস্ব পারমাণবিক মহড়া শুরু করেছে। বেলজিয়াম, যুক্তরাজ্য ও উত্তর সাগরের ওপর দিয়ে ১৪টি দেশের প্রশিক্ষণ ফ্লাইট চলছে। রোববার পর্যন্ত তা চলবে।এর মধ্যেই রাশিয়া পারমাণবিক অস্ত্র মহড়া চালাল। তবে রাশিয়া এ মহড়া চালানোর ইচ্ছার কথা যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।তারপরও এমন একটি সময়ে মহড়া চালিয়ে রাশিয়ার পারমাণবিক অস্ত্র জাহির করার বিষয়টি সংবেদনশীল। কারণ, রাশিয়া ইউক্রেইনে পিছু হটার মুখে আছে এবং ইউক্রেইন ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় উপাদানপূর্ণ বোমা) ব্যবহার করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে।ইউক্রেইন এবং পশ্চিমারা বলছে, রাশিয়ার এই অভিযোগের কোনও প্রমাণ নেই, বরং ইউক্রেইনে যুদ্ধ ঘিরে উত্তেজনা বাড়ানোর জন্যই তারা এমন কথা বলছে। কিইভ সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার এমন অভিযোগ থেকে এই ইঙ্গিতই পাওয়া যায় যে, মস্কো নিজেই ওই ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।ওদিকে, পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ইউক্রেইনে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসতে পারে, যাতে ইউক্রেইনকে আত্মসমর্পণ করানো যায়। কারণ, এ সময়টিতে খেরসন ঘিরে রুশ বাহিনী ইউক্রেইনীয় বাহিনীর চাপের মুখে থাকায় বড় ধরনের পরাজয়ের মুখে আছে মস্কো।