স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২২ অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন করলেও লিজ ট্রাস তার বাকি জীবনের খরচ চালানোর জন্য বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে দাবি করতে পারবেন।সিএনএন জানিয়েছে, ব্রিটেনের সবথেকে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী হলেও ‘পাবলিক ডিউটি কস্টস অ্যালাউন্স’ (পিডিসিএ) থেকে লিজ ট্রাস এখন এই ভাতা পাওয়ার অধিকারী।প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য ১৯৯০ সালে এই ভাতা চালু করে ব্রিটিশ সরকার। দায়িত্ব গ্রহণের সময় থেকে সাবেক প্রধানমন্ত্রীর অফিস ও সাবিচিক কার্যক্রম পরিচালনার জন্য ওই অর্থ দেওয়া হয়।যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাবেক প্রধানমন্ত্রীদের সরকারি দায়িত্ব সম্পূর্ণভাবে পালনের ব্যয় মেটাতে এই অর্থ দেওয়া হয়। সব প্রাক্তন প্রধানমন্ত্রীই পিডিসিএ পাওয়ার যোগ্য।২০১১ সাল থেকে পিডিসিএ বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে দেওয়া হচ্ছে; প্রতিবছরই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এটি পর্যালোচনা করে থাকেন। প্রাক্তন প্রধানমন্ত্রীরা তাদের কর্মীদের পেনশনের জন্যও ভাতা দাবি করতে পারেন, তবে তা পিডিসিএর ১০ শতাংশের বেশি হতে পারবে না। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার এবং জন মেজরকে বিভিন্ন পরিমাণে অর্থ দেওয়া হয়েছে।দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা এবং গভীরভাবে বিভক্ত কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে গত ৬ সেপ্টেম্বর বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ট্রাস।কিন্তু সঙ্কট সামাল দিতে না পেরে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি।বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে ট্রাস বলেন, ব্রেক্সিটের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুবিধা নিতে কর কমিয়ে, উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ার একটি লক্ষ্য তার ছিল।“কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি, আমি এই প্রতিশ্রুতি পূরণ করতে অপারগ, যে জন্য কনজারভেটিভ পার্টি আমাকে নির্বাচিত করেছিল।”লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণার পর টোরি দলে আবার নেতৃত্বের দৌড় শুরু হয়েছে। মাত্র ছয় বছরের মধ্যে পঞ্চম কনজারভেটিভ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।
৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড
সম্পরকিত প্রবন্ধ