স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৮ অক্টোবর: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়েস্ক শহরের একটি আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।এতে একটি টাওয়ার ব্লকে আগুন ধরে যেতে দেখা গেছে একটি ভিডিও ফুটেজে। বিবিসি ফুটেজটি যাচাই করে দেখতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, এস-ইউ-৩৪ বোমারু বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পাইলটরা।বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা সেটি থেকে বের হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।এ বিমান দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে দেখা গেছে।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে বহুতল ভবনের পাঁচটি তলায় আগুন ধরে গেছে। বেশকিছু সংখ্যক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।শহরের স্থানীয় এবং আঞ্চলিক সব দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ইয়েস্ক শহরের গভর্নর। দুর্ঘটনার শিকার মানুষদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা করার জন্য জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে ক্রেমলিন নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।
রাশিয়ার আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত, টাওয়ারে আগুন
সম্পরকিত প্রবন্ধ