স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে : খুমুলুঙে সোমবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন বিধু দেববর্মা এবং হরি কুমার দেববর্মা। ঘটনা রাধাপুর থানার জয় কৃষ্ণ এলাকায়।
আহতদের প্রথমে খুমুলুঙে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গোলাগুলির কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।