স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।।ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজনে একটি সেতু ধসে তিন জন নিহত ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে বলে দমকল কর্মী ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।আমাজনের দমকল বিভাগ জানায়, বুধবার রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কারেইরো শহরে বিআর-৩১৯ মহাসড়কে কুরুকা নদীর একটি সেতু ধসে পড়ে, তারপর থেকে নিখোঁজ প্রায় ১৫ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে তারা।কয়েকটি গাড়ি সেতুটি পার হওয়ার সময় সেটি ধসে পড়ে। এ সময় তিন জন নিহত ও ১৪ জন আহত হয় বলে নিশ্চিত করেছে দমকল বিভাগ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্থানীয় গণমাধ্যম জি-ওয়ান কয়েকজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি ফাটল শনাক্ত হওয়ার পর সেতুটিতে যানবাহনের জ্যাম লেগে যায়, এর কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আমাজনের রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ব্রাজিলের আমাজন রাজ্যে সেতু ধসে নিহত ৩, নিখোঁজ ১৫
সম্পরকিত প্রবন্ধ