Monday, February 10, 2025
বাড়িবিশ্ব সংবাদপারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা

পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।।ইউক্রেইনের চার অঞ্চলে গণভোট শেষের দিনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বকে ফের নতুন করে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ।রাশিয়ার পারমাণবিক হুমকি যে মোটেই ধাপ্পাবাজি নয় তা মঙ্গলবার আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষার অধিকার মস্কোর আছে।মেদভেদেভ বলেন, হুমকি মোকাবেলায় রাশিয়াকে জবাব দিতে হবে, যদি তাদেরকে ‘সীমার বাইরে’ ঠেলে দেওয়া হয়। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘খুব বেশি আলোচনা ছাড়াই’ রাশিয়ার প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে।

এর মাত্র কয়েক দিন আগেই মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেইন থেকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া নতুন এলাকাগুলো রক্ষায় যেকোনো অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক অস্ত্রও। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন।আর এখন বিশ্লেষকরা বলছেন, ইউক্রেইনের অধিকৃত অঞ্চলগুলোতে গণভোট শেষের এই সময়ে সেগুলোর সুরক্ষায় ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার বিষয়টি ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বকে জানান দিতেই মেদভেদেভের ওই নতুন সতর্কবার্তা।

তবে মেদভেদেভের এবারের সতর্কবার্তা আগেরবারের চেয়ে কিছুটা আলাদা। এবারে তিনি প্রথমবারের মতো পশ্চিমা সামরিক জোট নেটোর প্রসঙ্গ টেনে এনেছেন। মেদভেদেভ বলেন, মস্কো এমনকী ইউক্রেইনে পারমাণবিক অস্ত্র হামলা চালালেও নেটো ইউক্রেইন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং পারমাণবিক যুদ্ধে জড়ানোর ঝুঁকি নেবেনা বলেই তিনি মনে করেন।টেলিগ্রামে একটি পোস্টে তিনি বলেন, “আমার বিশ্বাস এমনকী ওই পরিস্থিতিতেও নেটো সরাসরি সংঘাতে জড়াবে না। তারা (নেটো ও ইউরোপের গণবক্তারা) পারমাণবিক বিপর্যয়ের মধ্যে পড়ে মরতে যাবে না।”রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে রুশ সেনা ও মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেইনের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলে গণভোট শুরু হয়েছে গত শুক্রবার সকাল থেকে।এ ভোট চলার কথা মঙ্গলবার পর্যন্ত। গণভোটের রায় পক্ষে এলে রাশিয়া ইউক্রেইনের প্রায় ১৫ শতাংশ অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করার সুযোগ পাবে।পূর্ব ইউক্রেইনে এই গণভোটকে অবৈধ বলে নিন্দা করে পশ্চিমা দেশগুলো জানিয়েছে, তারা এই ভোটের ফলকে স্বীকৃতি দেবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য