Thursday, December 4, 2025
বাড়িবিশ্ব সংবাদফের রক্তাক্ত পাকিস্তান! আধাসেনা শিবিরে ফিদায়েঁ হামলা মহিলা বালোচ বিদ্রোহীর, মৃত ৬

ফের রক্তাক্ত পাকিস্তান! আধাসেনা শিবিরে ফিদায়েঁ হামলা মহিলা বালোচ বিদ্রোহীর, মৃত ৬

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০২ ডিসেম্বর : বালোচিস্তানে পাক আধাসেনার সদরদপ্তরে আত্মঘাতী হামলা চালাল এক মহিলা। তিনি বালোচ লিবারেশন আর্মির সদস্য ছিল বলে জানা গিয়েছে। সেই হামলার পরই আধাসেনার সদরদপ্তরে প্রবেশ করার চেষ্টা করে আরও কয়েকজন বিদ্রোহী। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন বিদ্রোহীর।

জানা গিয়েছে, রবিবার রাতে চাঙ্গাই জেলার নোকুন্ডিতে ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সদরদপ্তরের প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলা চালান ওই বালোচ মহিলা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হামলার ঠিক পরই আরও কয়েকজন বিদ্রোহী সদরদপ্তরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। তখনই বাধা দেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলিবৃষ্টি চলার পর অবশেষে মৃত্যু হয় ৬ জন বিদ্রোহীর। তবে ঘটনায় আধাসেনার জওয়ানদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, আত্মঘাতী ওই বালোচ মহিলার নাম জিনাতা রফিক। ইতিমধ্যেই তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য