স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৮ অক্টোবর : বয়স ৯২। ন্যুব্জ হয়ে গিয়েছে শরীর। তাতে অবশ্য কিছু যায় আসে না। বরং নিন্দুকদের মুখে ছাই দিয়ে নব উদ্যমে দেশ শাসনের গুরুভার কাঁধে তুলে নিলেন নবতিপর পল বিয়া। মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন এই নবতিপর বৃদ্ধ। একইসঙ্গে প্রবীণ রাষ্ট্রপ্রধান হিসেবে গড়লেন বিশ্বরেকর্ড।
প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে ক্যামেরুন দেশে। সেই নির্বাচনে এবারও প্রার্থী হয়েছিলেন পল। নির্বাচনের পর সোমবার ফলাফল ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। যেখানে দেখা গিয়েছে, ৫৩.৬৬ শতাংশ ভোট পেয়ে অষ্টমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। পলের প্রতিদ্বন্দ্বী ইসা চিরোম বাকারি পেয়েছেন ৩৫.১৯ শতাংশ ভোট। বিরোধীরা অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সে অভিযোগ ফুৎকারে আরও ৭ বছরের জন্য দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা পল।
১৯৮২ সালে প্রথমবার ক্যামেরুনের প্রেসিডেন্ট হয়েছিলেন পল বিয়া। সেই থেকে গত ৪৩ বছর ধরে টানা প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। সেটাও একটি বিশ্বরেকর্ড। নতুন করে ফের তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ১০০ বছর বয়স পর্যন্ত প্রেসিডেন্ট থাকার নজির গড়তে পারবেন এই নেতা। ক্যামেরুনের সংবিধান অনুসারে, ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শপথ নিতে হবে। এই অনুষ্ঠান সংসদ সদস্য, সাংবিধানিক পরিষদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
যদিও পল ফের ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছে, এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ফলাফল ঘোষণার আগে পলের প্রতিদ্বন্দ্বী বাকারি অভিযোগ করেন, নিরাপত্তাবাহিনী তাঁর বাড়ির বাইরে সমর্থকদের উপর গুলি চালাচ্ছে। দেশের নানা প্রান্তে প্রেসিডেন্ট পলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে এই বিক্ষোভকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বহু মানুষকে।

