Thursday, November 13, 2025
বাড়িবিশ্ব সংবাদল্যুভর মিউজিয়ামে চুরি নেপোলিয়নের গয়না বহু অলংকার! ‘পরিকল্পিত কাজ’, বলছে কর্তৃপক্ষ

ল্যুভর মিউজিয়ামে চুরি নেপোলিয়নের গয়না বহু অলংকার! ‘পরিকল্পিত কাজ’, বলছে কর্তৃপক্ষ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর : ঐতিহ্যের সংগ্রহশালায় এবার দুবৃত্তদের তাণ্ডব! রবিবার ভোরে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে চলল লুটপাট। চুরি হয়েছে মূলত বহুমূল্য সমস্ত অলংকার। যার মধ্যে রাজা নেপোলিয়ন, জোসেফাইনের ব্যবহৃত গয়নাও রয়েছে বলে মিউজিয়াম সূত্রে খবর। এই ঘটনার পর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ল্যুভর মিউজিয়াম। কর্তৃপক্ষের ধারণা, এটি সম্পূর্ণ পরিকল্পিত কাজ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। ল্যুভর মিউজিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সেইন নদীর দিকে ল্যুভরের যে অংশ রয়েছে, তাতে কিছু সংস্কারের কাজ চলছিল। ওই পথ দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল মিউজিয়ামের ভিতরে। ঢুকে সোজা লিফটে উঠে জানলা ভেঙে ঠিক সেই ঘরটিতেই ঢোকে, যেখানে অলংকার সামগ্রী সাজানো থাকে। সেই ঘর থেকেই যাবতীয় বহুমূল্য ও প্রাচীন গয়না লুট করে পালায় তারা। সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি জানিয়েছেন, নেপোলিয়ন, জোসেফাইনের ব্যবহৃত মোট ৯টি গয়না চুরি হয়েছে। এনিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

এই তালিকায় ছিল একটি নেকলেস, একটি ব্রোচ, যা অতি দামি এবং ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ। শুধু তাই নয়, আঠারোশ শতকে ফ্রান্সের রাজা-রানিদের মুকুট সমস্ত সাজিয়ে রাখা এই মিউজিয়ামে। তা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় দ্রষ্টব্য।ল্যুভর মিউজিয়ামে এধরনের লুটপাটের ঘটনা ‘অতি পরিকল্পিত’ বলে মনে করছে প্রশাসন। ঘটনার পরপরই মিউজিয়ামের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। লুটপাটের কিনারা করতে সকলকে সহযোগিতার আবেদন জানিয়েছেন মন্ত্রী রাচিদা দাতি। আপাতত পর্যটকদের জন্য বন্ধ ল্যুভর মিউজিয়ামের দরজা। এর আগেও গ্রীষ্মকালে ভিড়ের চাপে ল্যুভর মিউজিয়ামের বিখ্যাত মোনালিসার ছবি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবারের ঘটনা আরও গুরুতর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য