স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ll বয়স ৭১। খাতায় কলমে সে একজন ‘ধর্ষক’। তাই ‘শাস্তি’ দিতে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ক্যালিফোর্নিয়ার এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বরুণ সুরেশ। বয়স ২৯ বছর। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ডেভিড ব্রিমার। বেশ কয়েকবছর আগে তার বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ ন’বছর সে কারাদণ্ডে ছিল। সম্প্রতি ফ্রেমন্ট শহর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এরপরই মূল অভিযুক্ত হিসাবে বরুণের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

