Wednesday, December 4, 2024
বাড়িবিনোদন‘চেন্নাই এক্সপ্রেস’-এর সহ-অভিনেতাকে হারালেন শাহরুখ

‘চেন্নাই এক্সপ্রেস’-এর সহ-অভিনেতাকে হারালেন শাহরুখ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ নভেম্বর : দাক্ষিণাত্যের বর্ষীয়ান অভিনেতা দিল্লি গণেশের জীবনাবসান। রোহিত শেট্টির পরিচালনায় শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে দিল্লি গণেশনের সবচেয়ে বেশি কাজ তামিল সিনেমায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে প্রয়াত হন ৮০ বছরের অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাহত আর মাধবন, বিজয় সেতুপতিরা।

১৯৪৪ সালে তামিলনাড়ুর তিরুনেভেলিতে জন্ম দিল্লি গণেশের। জন্মসূত্রে তাঁর নাম গণেশন। তবে পরিচালক কে বালাচন্দর তাঁকে দিল্লি গণেশ নামটি দেন। সাতের দশকে তামিল সিনেমার জগতে নিজের সফর শুরু করেন অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে তামিল ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন তিনি।
চারশোরও বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন দিল্লি গণেশ। সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। তামিল বাদে মালয়ালম, তেলুগু এবং হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়াও অভিনেতাকে দেখা গিয়েছিল অনুভব সিনহা পরিচালিত ‘দাস’ এবং রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে।

‘একজন দুর্দান্ত অভিনেতা এবং অত্যন্ত ভালো মনের মানুষ স্বর্গত হয়েছেন। সেখানকার বাসিন্দাদেরও প্রচুর আনন্দ দেবেন। আপনাকে খুব মিস করব স্যর। অনন্তকালের জন্য শান্তি কামনা করি’, দিল্লি গণেশের ছবি শেয়ার করে লিখেছেন আর মাধবন।

অভিনেতা বিজয় সেতুপতি শোক প্রকাশ করে লেখেন, ‘দিল্লি গণেশ স্যরের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তামিল সিনেমার বহুমুখী প্রতিভাদের মধ্যে অন্যতম। এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। তাঁর পরিবার, অনুরাগী ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা রইল।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য