Saturday, March 22, 2025
বাড়িজাতীয়ঝাড়খণ্ডে দাঁড়িয়ে সোরেন সরকারকে তোপ মোদির

ঝাড়খণ্ডে দাঁড়িয়ে সোরেন সরকারকে তোপ মোদির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ নভেম্বর : আর তিনদিন। বুধবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফা। রবিবার বোকারোয় নির্বাচনী প্রচারে গিয়ে হেমন্ত সোরেনকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, সোরেন সরকার নাকি ঝাড়খণ্ডে লুটপাট চালিয়েছে। যদি বিজেপি সরকারে আসে তাহলে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।
এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে, ”সোরেন সরকার ঝাড়খণ্ডে লুঠতরাজ চালিয়েছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমরা একবার এখানে সরকার গড়তে পারলে আদালতে লড়াই করব দুর্নীতিগ্রস্তদের কড়া শাস্তির লক্ষ্যে। যে টাকা আপনাদের, সেটা আপনাদের কল্যাণ এবং আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই খরচ হবে।”

কেবল নাম না করেই আক্রমণ নয়। রাজ্যের শাসক দল জেএমএমকে কাঠগড়ায় তুলে মোদির তোপ, ”জেএমএম নেতারা বালির খনি থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন। ওঁদের কাছ থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। কোথা থেকে এই টাকা এল? এটা কি আপনাদের টাকা নয়? এই টাকা আপনাদেরই লুণ্ঠিত টাকা নয়?”
এর আগে ভোটমুখী ঝাড়খণ্ডে প্রচারে এসেছিলেন অমিত শাহ। গত রবিবার এক জনসভায় এসে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, যদিও এর বাইরে রাখা হবে জনজাতিদের। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জনজাতি ভোট একটা বড় বিষয়। সেই ইস্যুই উসকে দিয়েছেন শাহ। আর এবার মোদি এসে কাঠগড়ায় তুললেন হেমন্ত সোরেনের সরকারকে। তবে প্রতিশ্রুতি তিনিও দিয়েছেন। তাঁর কথায়, ”” প্রসঙ্গত, আগামী ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ভোটগ্রহণ হবে ঝাড়খণ্ডে। ফলাফল ২৩ নভেম্বর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য