Tuesday, December 3, 2024
বাড়িবিনোদনজন্মদিনে দেখা দিলেন না বাদশা।

জন্মদিনে দেখা দিলেন না বাদশা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর :মধ্যরাত। দেশজুড়ে দিওয়ালি পালনের ধুমধাম। এর মধ্যেই মুম্বইয়ে একটি বাড়ির সামনে জনজোয়ার। হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন একজনকে দেখবেন বলে। সময়মতো তিনি আসবেন। এবং আবারও জয় করবেন সেই হৃদয়গুলি, যা তিনি জিতে এসেছেন এতগুলি বছর ধরে। তিনি শাহরুখ খান। বলিউডের অপ্রতিরোধ্য বাদশাহ। ৫৯ বছরে পা রাখলেন এদিন। অন্য বছরের মতো যা এক বার্ষিক ইভেন্ট হয়ে গিয়েছে শাহরুখ-ভক্তদের কাছে। কিন্তু অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল না। দেখা দিলেন না বাদশা।

জানা গিয়েছে, শাহরুখ স্ত্রী গৌরী ও কন্যা সুহানাকে নিয়ে রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার দিওয়ালি পার্টিতে চলে গিয়েছিলেন বারোটা বাজার ঘণ্টাখানেক আগেই। মনে করা হচ্ছে, সেখানেই রানিদের সঙ্গে পার্টি করেছেন ‘কিং’। তবে অনেকেরই ধারণা, সম্প্রতি সলমনের বাড়ির বাইরে গুলি ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে নজর রেখেই শাহরুখ ঝুঁকি নিতে রাজি হননি।

আসলে প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তার পর একের পর এক খুনের হুমকি। দিওয়ালির আগে সলমন খানকে ফের খুনের হুমকি দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে বলিউডে যেন ফের আন্ডারওয়ার্ল্ডের দাপটের সেই আতঙ্কের হাড়হিম দিনগুলো ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শাহরুখও সাবধানি হয়েই পরিচিত ‘রিচুয়াল’ থেকে দূরেই রইলেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল।
শাহরুখের জন্য গত বছরটা ছিল স্পেশাল। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গিয়েছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। ‘মাসি’ অবতারের পাশাপাশি ‘ডাঙ্কি’ ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রদর্শনীও করেছেন শাহরুখ। এবছর কোনও ছবি রিলিজ না করেও পর পর আসা সেই সাফল্যের মৌতাতে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুগামীরা। তবে একথাও সত্যি, উপর্যুপরি ফ্লপের সময়ও ভক্তরা মন্নতের সামনে ভিড় জমানো থামাননি। অপেক্ষায় থেকেছেন কখন একবার তিনি এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে প্রসারিত দুই হাতে ছড়িয়ে দেবেন তারকার দ্যুতি। যে দৃশ্য শুক্রবাসরীয় গভীর রাতেও দেখার জন্য অগুনতি কালো মাথা জমা হয়েছিল মন্নতের সামনে। কিন্তু আশাহত হয়েই ফিরতে হল তাঁদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য