স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই :- প্রয়াত ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। তার পরেই জীবন লড়াইয়ে হার মানেন শিল্পী।
নয়ের দশকে যখন দুই বাংলা জুড়ে যখন বাংলা ব্যান্ডের ঝড়। ঠিক তখনই ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আইয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ মুক্তি পায় ১৯৯৩ সালে।
প্রথম অ্যালবামেই নজর কেড়েছিলেন শিল্পী। এর পর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক অ্যালবামে কণ্ঠ দিয়ে হইচই ফেলে দেন আবিদুর রেজা জুয়েল। যার মধ্যে রয়েছে ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ এবং ‘এমন কেন হলো’। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’। একদিকে যখন ছাত্র আন্দোলনে অশান্তির জোয়ার বাংলাদেশে, ঠিক তখনই নতুন করে শোকের ছায়ায় আক্রান্ত বাংলাদেশ। ওপার বাংলার শিল্পী মহল শোকস্তব্ধ।