Wednesday, September 11, 2024
বাড়িবিনোদনচিকিৎসা করাতে মার্কিন মুলুকে উড়ে গেলেন শাহরুখ!

চিকিৎসা করাতে মার্কিন মুলুকে উড়ে গেলেন শাহরুখ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   ৩০ জুলাই :- হঠাৎই মুম্বই ছাড়লেন শাহরুখ খান। সূত্রের খবর, সোমবার আমেরিকায় উড়ে গেলেন তিনি। শোনা যাচ্ছে, চিকিৎসার জন্যই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কিং খান। খবর রয়েছে, চোখের চিকিৎসার জন্যই তাঁকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। তবে চোখে ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি।

চলতি বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তখন জানা গিয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর সুস্থও হয়ে যান। কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিয়েছিলেন পরিবারকে সঙ্গী করে। তার পরই চোখের সমস্যা শুরু হয়।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য