Wednesday, February 12, 2025
বাড়িবিনোদনগুরুতর অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব

গুরুতর অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ মার্চ : গুরুতর অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব । হাসপাতালে ভর্তি অভিনেতা। জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। পার্থসারথি দেব নিঃসন্দেহে টলিপাড়ার এক অতি পরিচিত মুখ।

ঠিক কী হয়েছে পার্থসারথি দেবের? সূত্রের খবর, সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। নিউমোনিয়াও ধরা পড়েছে। সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়েছে, বলে জানা গিয়েছে। বর্তমানে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছে। বিগত ৪০ বছরের অভিনয় কেরিয়ারে টেলিপর্দা এবং সিনেপর্দায় মুগ্ধ করেছে তাঁর অভিনয়। অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়ার সহকর্মীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এখন কেমন আছেন? জানা গিয়েছে, আগের তুলনায় তিনি এখন ভালো রয়েছেন বলে খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন পার্থসারথি দেব।
বছর দুয়েক আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়ছিল অভিনেতাকে। ফিল্মি কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নাটকের মঞ্চেও অবাধ বিচরণ পার্থসারথি দেবের। দক্ষ অভিনয়ের জোরই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য