স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ : মাতৃহারা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় । বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী, অঞ্জলি চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, শাশ্বত বর্তমানে মুম্বইতে। মায়ের প্রয়াণের শোক সামলে উঠলেও সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন।
সূত্রের খবর, গত এক মাস ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শেষরক্ষা আর হয়নি! ১৩ মার্চ, বুধবার রাতে চিরতরে বিদায় নিলেন বাংলার সিনেইন্ডাস্ট্রির স্বর্ণযুগের অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী। শোকাচ্ছন্ন গোটা পরিবার। শাশ্বতরা দুই ভাই। অঞ্জলিদেবী থাকতেন শাশ্বতর ছোট ভাই শুভদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অভিনেতার গল্ফগ্রীনের ফ্ল্যাটের অনতিদূরেই ভাইয়ের বাড়ি।
জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অঞ্জলিদেবী। সম্প্রতি পড়ে গিয়ে পায়ে চোট পান। গত শনিবার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এপ্রসঙ্গে শাশ্বতপত্নী মহুয়া চট্টোপাধ্যায় জানান, টুকটাক সমস্যা ছিল। কিন্তু কোনওটাই মারাত্মক পর্যায়ে পৌঁছয়নি। চোটটা থেকেই সমস্যা বেড়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, অঞ্জলি চট্টোপাধ্যায়ের শরীরে সংক্রমণ হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছিল। শেষমেশ আর বাড়ি ফেরানো যায়নি অভিনেতার মাকে। মৃত্যুকালে অঞ্জলি দেবীর বয়স হয়েছিল ৮২ বছর।