Wednesday, January 15, 2025
বাড়িবিনোদনপ্রয়াত মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল।

প্রয়াত মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ ফেব্রুয়ারি : প্রয়াত মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল। মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন তিনি। রবিবার রাতে পরিবারের তরফে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ‘স্টার ট্রেক: ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে জনপ্রিয়তা পান কেনেথ। কিন্তু কী কারণে এত অল্প বয়সে মৃত্যু হল অভিনেতার?

দীর্ঘ পাঁচ বছর ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন অভিনেতা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম অ্যামোট্রফিক ল্যাটেরাল স্‌ক্লেরোসিস । গত কয়েক বছর ধরে নিজের শরীর-স্বাস্থ্যের হালহকিকতের খবর ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে।গত বছর অগস্টে কেনেথ একটি ইনস্টাগ্রামে পোস্টে জানান, সেটি তাঁর রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী।

কানাডায় জন্ম কেনেথের। ৫০টির বেশি সিনেমা ও টেলিভিশন সিরিজ়ে কাজ করেছেন তিনি। ২০০৪ সালের একটি স্পোর্টস ঘরানার ছবি ‘মির‍্যাক্‌ল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন কেনেথ। তার পর নিয়মিত ছবি ও সিরিজ়ে দেখা যায় তাঁকে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক: ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন।২০১৯ সালের ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

কেনেথের পরিবারের তরফে একটি বিবৃতি দিয়ে লেখা হয়েছে, ‘‘গত পাঁচ বছর অনেক কষ্ট সহ্য করেছে। তবে প্রতি বারই সে উঠে দাঁড়িয়েছে। সে হয়তো পর্দায় কখনও মহাকাশচারী, কখনও আবার সুপারহিরোর বাবা হয়েছে। তবে বাস্তবে জীবনে সে আরও অনেক কিছু ছিল। সমুদ্র সৈকতে হাঁটতে ভালবাসত, বিশ্বকে দু চোখ ভরে দেখতে চাইত, বাগান ছিল বড্ড প্রিয়, ওর হাসি ছিল অসম্ভব সুন্দর। মানুষকে উপহার দিতে ভালবাসত, নিতে নয়। ও যেমন ভাল দাদা ছিল, তেমনই ভাল স্বামী আর তেমনই ভাল বাবা।’’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য