Tuesday, March 18, 2025
বাড়িবিনোদনআনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী

আনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জানুয়ারি : আকাশ থেকে হল পুষ্পবৃষ্টি। মন্ত্রোচ্চারণের মধ্যে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। এই আনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ভিডিও।

৭৫ বছরের অভিনেত্রী মথুরার সাংসদও। রামমন্দিরের অনুষ্ঠানে যোগ দিতেই প্রথমবার অযোধ্যায় এসেছেন। গত কয়েকদিন ধরেই রয়েছেন অযোধ্যায়। সেখানে স্বামীরামভদ্রাচার্যর আয়োজনে তৈরি বিশেষ ‘রামায়ণ’-এ সীতার ভূমিকা পালন করেছেন। এদিন কাঞ্জিভরম শাড়ি পরে অনুষ্ঠানে আসেন তারকা। এক কাঁধে ঝোলানো ছিল শাল।

দর্শকাসনের প্রথমের সারিতেই ছিলেন হেমা মালিনী। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার সঙ্গেই দুহাত তুলে নাচছিলেন ৭৫ বছরের অভিনেত্রী।

এর আগে রামমন্দির নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী বলেন, “এমন সময়ে এখানে (অযোধ্যা) আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি।” গোটা বলিউড এখন রামময়, এমন মতও প্রকাশ করেন তারকা। উল্লেখ্য, হেমা মালিনী ছাড়াও এদিনের অনুষ্ঠানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিতের মতো তারকাকে। অনুপম খের আসেন কাশ্মীরি পোশাক পরে। অনুষ্ঠানে গান গেয়েছেন সোনু নিগম, শংকর মহাদেবন, অনুরাধা পাড়োয়াল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য