Monday, February 10, 2025
বাড়িবিনোদনইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার !

ইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার !

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ জানুয়ারি : ‘লাল সিং চাড্ডা’ রিলিজের আগে আমির খানকে জাত-ধর্ম তুলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত । বলেছিলেন, “পিকের মতো হিন্দুফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতকে অসহ্য দেশের তকমা দিয়েও আমির খান অনেক সিনেমা হিট করেছেন। তাই দয়া করে ধর্ম-দর্শন কপচানো বন্ধ করুন।” এমনকী কিরণ রাওকে পরোক্ষভাবে ‘দেশদ্রোহী’ বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। তবে সেই মান-অভিমান ঝেড়ে ফেলে মেয়ে ইরা খানের রিসেপশনে কঙ্গনা রানাউতকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির। কিন্তু সেখানে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি তাঁর মুখে।

১৩ জানুয়ারি, শনিবার মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে আমির খানকন্যার গ্র্যান্ড রিসেপশন হয়ে গেল। শাহরুখ খান, সলমন খান-সহ সিংহভাগ বলিউডকে দেখা গেল সেই হাইপ্রোফাইল পার্টিতে। আর সেখানে গিয়েই সকলের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত। পরনে গোলাপি লেহেঙ্গা। মুখে হাসি। সবুজ কার্পেটে দাঁড়িয়েই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে ‘জয় শ্রীরাম’ বলে অভিবাদন জানালেন কঙ্গনা রানাউত। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বঘোষিত গেরুয়াপন্থী অভিনেত্রীরও। তার প্রাক্কালেই আমির খানের মেয়ের বিয়েতে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত।
আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বঘোষিত গেরুয়াপন্থী অভিনেত্রীরও। তার প্রাক্কালেই আমির খানের মেয়ের বিয়েতে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য