স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ জানুয়ারি: কেটে গিয়েছে প্রায় ২৫টি বছর। এখনও দিল সে ছবির ম্যাজিক থেকে বের হতে পারেননি শাহরুখ খান ও মণিরত্নম। আর তাই তো দুজনে দেখা হলেই দিল সে-র নস্ট্যালজিয়ায় ফিরে ফিরে যান অভিনেতা ও পরিচালক। সম্প্রতি ফের এমনটাই ঘটল।
মুম্বইয়ে এক ফিল্মি অনুষ্ঠানে দেখা হয় মণিরত্নম ও শাহরুখের। সেখানেই সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কবে ফের এই জুটি একসঙ্গে দেখা যাবে। শাহরুখ স্পষ্ট জানালেন, ”আমি তো তৈরি প্লেনের উপর ছাঁইয়া ছাঁইয়া নাচার জন্য।”আর মণি বললেন, ”শাহরুখ আগে বিমানটা কিনে আনুক। আমি তার পর ছবি বানাবো! তবে রসিকতার মাঝে দুজনেই জানালেন, নতুন ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে।”
১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির পরিচালক মণিরত্নমের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান। তারপর বহু বছর হয়ে গেলেও শাহরুখকে কাস্ট করে কোনও ছবিই তৈরি করছেন না মণি। ছবির সাংবাদিক বৈঠকে মণিরত্নম জানালেন, ”শাহরুখের সঙ্গে আমি ছবি করতে চাই আবার। একটা আইডিয়াও মাথায় আছে। তবে তার জন্য দারুণ একটা চিত্রনাট্য লিখতে হবে। না হলে শাহরুখকে রাজি করানো যাবে না। তবে খুব শীঘ্রই শাহরুখকে নিয়ে একটা ছবি তৈরি করব।