স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বড়দিনে বড় সারপ্রাইজ দিলেন রণবীর-আলিয়া । বলেছিলেন, ৬ বছরের আগে মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না। কিন্তু নিজেদের কথা নিজেরাই রাখতে পারলেন না! খুদে মিষ্টি কাপুরের মুখ দেখার জন্য অনুরাগীদের এতটাই আগ্রহ যে, শেষমেশ তাঁদের ইচ্ছেপূরণ করলেন রণবীর-আলিয়া। রাহা ঠিক যেন ‘ডলপুতুল’!
কাপুর পরিবারে প্রতিবার ক্রিসমাস উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন হয়। সেখানে সইফ-করিনা, করিশ্মা থেকে শুরু করে পরিবারের প্রবীণ প্রজন্মও অংশগ্রহণ করেন। এবারও তার অন্যথা হয়নি। পারিবারিক সেই গেট টুগেদারে গিয়েই পাপারাজ্জিদের মেয়ে রাহার মুখ দেখালেন রণবীর-আলিয়া। সেই ছবি বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। বাবা রণবীর কাপুরের কোলে চড়ে মিষ্টি রাহা। মা-বাবার মধ্যমণি। আজ সমস্ত ফ্ল্যাশের ঝলকানি, সমস্ত আকর্ষণ কাপুর-ভাট পরিবারের নয়নমণির দিকেই। পরনে গোলাপি জামা। দুদিকে বাঁধা দুই ঝুটি। নরম তুলতুলে দু হাত তুলে অবাক দৃষ্টিতে ক্যামেরার দিকে চেয়ে। ঠিক যেন পুতুল। আর রাহার প্রথম ছবি দেখে অনুরাগীরাও ভরিয়ে দিলেন ভালোবাসায়।
আদর করে বাড়িতে রাহাকে কখনও ‘রহু’, ‘রারা’ আবার কখনও বা ‘ললিপপ’ বলে ডাকেন রণবীর-আলিয়া। ছোট্ট রাহা ধীরে ধীরে বড় হচ্ছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর কাপুর, আলিয়া ভাটের । মা-বাবা হিসেবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল তাঁদের। দুই তারকার কাঁধেই বর্তমানে বিশাল দায়িত্ব। সম্প্রতি একবছর পূর্ণ করেছে রাহা। এবার ক্রিসমাসে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া