Saturday, December 13, 2025
বাড়িরাজ্যপ্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা অবরোধ করল জনগণ

প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা অবরোধ করল জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : কথা দিয়ে কথা রাখল না স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সংস্কার করা হয় নি সড়ক। ছড়ার উপর নির্মাণ করে দেওয়া হয় নি ব্রিজ। বাধ্য হয়ে শুক্রবার আমবাসা মহকুমার নাইল্লাহা বাড়ি‌ এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয় রাইপাসা গ্রামের বাসিন্দারা। অভিযোগ, আমবাসা মহকুমার নাইল্লাহা বাড়ি‌ রাইপাসা গ্রামে যাওয়ার রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাইপাসা গ্রামে যাওয়ার রাস্তার মাঝে রয়েছে একটি ছড়া। অথচ সেই ছড়ার উপর নেই কোন ব্রিজ। যার কারনে ছড়ার জল অতিক্রম করে এলাকার বাসিন্দাদের চলাচল করতে হয় প্রতিনিয়ত। এলাকায় যেতে পারে না কোন যানবাহন।

এলাকাবাসিরা এলাকার বেহাল রাস্তা সংস্কার ও রাস্তার মাঝে থাকা ছড়ার উপর একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু তাদের দাবির প্রতি কেউই কর্ণপাত করতে নারাজ। ফলে বাধ্য হয়ে শুক্রবার এলাকার বাসিন্দারা আমবাসার নাইল্লাহা বাড়ি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। রীতিমতো আসবাবপত্র নিয়ে এলাকাবাসিরা একদিন সড়ক অবরোধে বসে। এলাকাবাসিরা জানান দীর্ঘ দিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন রাইপাসা গ্রামে যাওয়ার রাস্তার মাঝে থাকা ছড়ার উপর একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য। গত বছর স্থানীয় পঞ্চায়েতের জন প্রতিনিধিরা তাদেরকে জানিয়েছে ছড়ার উপর ব্রিজ নির্মাণের জন্য অনুমোদন পাওয়া গেছে। ব্রিজ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী রাখার জায়গার প্রয়োজন।

এবং সেই সকল নির্মাণ সামগ্রী প্রহরার জন্য লোকের প্রয়োজন। সেই মোতাবেক এলাকাবাসিরা নির্মাণ সামগ্রী রাখার জন্য জায়গা ও প্রহরার জন্য লোক ঠিক করে। কিন্তু এখনো পর্যন্ত ব্রিজ নির্মাণের কাজ আর শুরু করা হয় নি। তাদের বক্তব্য ছড়ার উপর বড় না হোক ছোট একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক। তারা আরও জানায় এলাকায় বহু রোগী রয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। এলাকার ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় মা-বাবারা কোলে করে ছড়া পাড় করিয়ে দিতে হয়। বৃহস্পতিবার একটি গাড়িতে করে কিছু আসবাব পত্র এলাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু গাড়ি চালক রাস্তার কারনে সেই সকল আসবাবপত্র এলাকায় নিয়ে যেতে পারে নি। সেই সকল আসবাবপত্র তারা এলাকায় নিয়ে যাওয়ার জন্য শ্রমিকও পাচ্ছে না। তাই তারা সেই সকল আসবাবপত্র নিয়ে এইদিন সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিন সড়ক অবরোধের ফলে জাতীয় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা কথা বলেন সড়ক অবরোধকারিদের সাথে। এবং দ্রুত তাদের দাবি পূরণের আশ্বাস দেন। তারপর সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য