স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : প্রায় ৬ লক্ষাধিক টাকার চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। আটক করা হয় কুখ্যাত চোর সেলিম মিয়াকে। তার বাড়ি রাজধানীর বেটারবন এলাকায়। এ বিষয়ে এনসিসি থানার ওসি জানান, গত বৃহস্পতিবার থানায় এসে মিমি সাহা নামে এক মহিলা চুরির অভিযোগ করেন।
তিনি জানান গত বুধবার উনার ভাটি অভয়নগর স্থিত বাড়ি থেকে দুপুরে তিনটা নাগাদ দুটি মোবাইল ফোন, চার ভরি স্বর্ণ এবং তিন ভরি রুপার অলংকার চুরি হয়েছে। সাথে সাথে পুলিশ তদন্তে নেমে বাড়ির সিসি ক্যামেরার রেকর্ড দেখে বিটারবন এলাকা থেকে আটক করে এক যুবককে। তার নাম সেলিম মিয়া। পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার গুলি উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার অভিযুক্ত চোরকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ। অভিযুক্ত চোরের সাথে আর কেউ জড়িত আছে তা জানতে তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করা হবে।

